কমলনগরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিনিধি); লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২৬ মার্চ শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জমান মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক সফলতা বিভিন্ন দিক তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মেজবাহ উদ্দিন বাপ্পি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুষ্প পুদম চাকমা, কমলনগর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোলেমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওমর ফারুক সাগর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর মোঃ শফি উদ্দিন, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ প্রমুখ।

Leave a Reply