
নিজস্ব প্রতিবেদক : মানব হিতৈষী ও হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুরে সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ প্রজ্জ্বলন, প্রার্থনা ও মধ্যাহ্নভোজ করেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মান্দারী শ্রী শ্রী রামঠাকুর সেবাশ্রমে পার্থসারথী গীতা শিক্ষা একাডেমির শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন করে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় হামদর্দ এমডির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও অতিথিরা শিশুদের ড. হাকীম মো. ইউসুফ হারুন ভূঁইয়ার জীবনাদর্শ অনুসরণে উদ্বুদ্ধ করেন।

এ অনুষ্ঠানে মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রহ্লাদ সাহা রবি, বিশিষ্ট সমাজসেবক আবু সায়েদ সৈয়দ কোম্পানী, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, লক্ষ্মীপুর আইডিয়াল ইনস্টিটিউট অব মেডিকেল টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মমিন উল্লাহ, হামদর্দ দত্তপাড়া শাখার ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান, চন্দ্রগঞ্জের মেডিকেল অফিসার মো. সফিকুল ইসলাম, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্রদাস, পার্থ সারথী গীতা শিক্ষা একাডেমির সভাপতি নেপু আচার্য, সাধারণ সম্পাদক সুজন মালাকার এবং শিক্ষক গোবিন্দ চক্রবর্তীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। জানা গেছে, মানবতাই ধর্ম স্বেচ্ছাসেবী সংগঠনটির উপদেষ্টা হামদর্দ এমডির স্ত্রী কামরুন নাহার হারুন।