লক্ষ্মীপুর ১২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেপ্তার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে ১২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে রবিবার বিকেলে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি ১০ মামলার আসামি মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বোবা জাহাঙ্গীর সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্হ দক্ষিণ মকরধ্বজ এলাকার বানার বাড়ীর মৃত ইব্রাহিমের পুত্র।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ সাহাদাত হোসেন টিটো’র নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ নুরুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ শফিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ১৬ জানুয়ারি বিকেল ৫টায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকরধ্বজ এলাকায় অভিযান চালায়। এসময় ১২০ (একশত বিশ) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বোবা জাহাঙ্গীর (৪২) কে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই নুরুল ইসলাম রবিবার রাতে মুঠোফোন এ প্রতিবেদককে বলেন, গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম ওরফে বোবা জাহাঙ্গীর (৪২) চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ১০ টি মামলা বিচারাধীন আছে।

Leave a Reply