
ভাস্কর মজুমদার (নিজস্ব প্রতিনিধি); পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, জনগণের দুঃখ-দুর্দশা লাঘব করতে সরকার সব ধরনের কাজ করছে। ঝড়- জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা নিরাপদ রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ
অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ায় লক্ষ্মীপুরে ৩ হাজার ১০০ কোটি
টাকা নদীতীর রক্ষাবাঁধ নির্মাণকাজে বরাদ্দ দেয়া সম্ভব হয়েছে।
৯ জানুয়ারি রোববার দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মাতাব্বর হাটে মেঘনা নদীর ভাঙন রোধে ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা ব্যয়ে বেড়িবাঁধ নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) প্রকৌশলী অখিল কুমার বিশ্বাস, জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু,অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজুসহ প্রমুখ।