
আব্দুল মালেক নিরবঃ লক্ষ্মীপুর জেলার রায়পুরের সন্তান ইন্জিনিয়ার কাজী মোঃ মঞ্জুরুল আলম বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। কাজী মোঃ মঞ্জুরুল আলম কেন্দ্রীয় বিএনপি’র সদস্য ও কুয়েত বিএনপির সাবেক সাধারণত সম্পাদক।
৭ ডিসেম্বর মঙ্গলবার দলের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কৃষকদলের কেন্দ্রীয় সংসদের ২৩১ সদস্য বিশিষ্ট্য কমিটির অনুমোদন দেন। কমিটির অন্যান্যরা হলেন, সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল,
কৃষকদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি নির্বাচিত করায় কাজী মঞ্জুরুল আলম বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমান ও মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকল পেশার মানুষের কাছে দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য দোয়া কামনা করেন।