
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে হঠাৎ বেড়ে গেছে কিশোর গ্যাংয়ের উৎপত্তি। তাদের হাতে
প্রতিনিয়তই হামলার শিকার হচ্ছে স্কুল শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসীসহ বিভিন্ন পেশার মানুষ। কিশোর গ্যাংয়ের হামলা চাঁদাবাজি ও অত্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন স্থানীয় যুব সমাজ। বিকেলে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
বিবিএসের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদের আবিরের সভাপতিত্বে স্কুল কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় ভুক্তভোগী বিভিন্ন পেশার শতাধিক মানুষ মানববন্ধনে অংশ নেয়।
এসময় অভিযোগ করে তারা বলেন, কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ জেলা শহরের পৌরসভা ৮ নং ওয়ার্ডের বাসিন্দারা। বিশেষ করে স্থানীয় মোহাম্মদ উল্যাহর ছেলে শাকিল গংয়ের আতংকে রয়েছি। পরীক্ষার্থীদের হুমকি ধামকি দিচ্ছে তারা। এসব কিশোর গ্যাং থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগীরা।
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক আবুল বারাকাত, রাকিব হোসেন, রাসেল, রাফিসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।