লক্ষ্মীপুরে যৌতুক না দেয়ায় স্ত্রীকে হত্যার চেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বিয়ের পর ৩ বছরের মধ্যে ৪ ধাপে যৌতুকের ৫ লাখ টাকা দেয়ার পর শেষ বার আরো দুই লাখ টাকা না দেয়ায় স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে শারীরক নির্যাতন করেছে পাষণ্ড স্বামী। এতে মারাত্মক ভাবে জখম হয়েছে ৬ বছর বয়সী কন্যা সন্তানের জননী ও স্থানীয় দিনমজুর মনু মিয়ার মেয়ে লাখি আক্তার। শনিবার রাতে লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা ইউনিয়নের রাজিবপুর এলাকায় নির্যাতনের এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্বজনরা।
ভুক্তভোগী লাখি আক্তারের ভাই মোঃ ফারুক জানান, ২০১৪ সালে একই এলাকার সর্দার বাড়ীর নুরুল্যাহর ছেলে ইউছুফের সাথে বিয়ে হয় লাখির। বিয়ের দুই বছর পর থেকে যৌতুক দাবী করে আসছে। পর্য়াক্রমে শুরু হয় নির্যাতন।  ২০১৯ সালে মারধরের পর কয়েক ধাপে টাকা দেয়া হয় ইউছুফকে স্থানীয়ভাবে শালিসী বৈঠকও হয় একাধিকবার। গত বছরেও প্রায় তিন লাখ টাকা দেয়া হয় তাকে। চলতি বছরে রমজান মাসে পুনরায় টাকা চেয়ে না পেয়ে মারধর করে লাখিকে।
সে ঘটনায় আদালতে মামলা করে ভুক্তভোগী। যদিও পরবর্তীতে সামাজিক ভাবে বসাবসি শেষে মিলেয় দেয়া হয় তাদের। এভাবে বেশ কয়েক ধাপে বোন জামাই ইউছুফকে প্রায় ৫ লাখ টাকা দেয়া হয় বলে জানান ভাই ফারুক। সর্বশেষ গতকাল রবিবার ১৬ অক্টোবর রাতে পাকা ঘর নির্মাণের জন্য ২ লাখ টাকা দাবী করে ইউছুফ। দাবীকৃত টাকা না দিতে পারায় নেমে আসে অমানুষিক নির্যাতন। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগী।
যৌতুক দাবি ও নির্যাতনের সত্যতা স্বীকার করে ভাঙাখা ইউনিয়ন পরিষদ ওয়ার্ড  সদস্য  মাুরাদ বলেন, ইউসুফ বখাটে এবং খারাপ প্রকৃতির লোক। তার বিচার একাধিকবার করা হয়েছে। সর্বশেষ দু’লক্ষ টাকা দাবি করার পর বাবা ৪০ হাজার টাকা নিয়ে আসে মেয়ের বাড়ীতে। পুরো টাকা না দেয়ায় এতে ক্ষিপ্ত হয়ে লাখিকে মারধর করে ইউসুফ। এঘটনায় আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেন স্থানীয় মেম্বার মুরাদ।

Leave a Reply