
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোর পূর্বক ভূমি দখল ও ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৫ অক্টোবর) ভোররাতে জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আটিয়াতলী গ্রামে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হোসেন আহম্মদের বাড়িতে এ ঘটনা ঘটে। একই বাড়ীর মোক্তার হোসেন গংরা আদালতের নিষেধাজ্ঞা ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা অমান্য করে এই অবৈধ দখল করেন।
মামলা সূত্রে জানা গেছে, ৮৮ নং আটিয়াতলী মৌজার ১৭৮ নং খতিয়ান সাবেক ১২০৫,১২০৬,১১৯৬,১২০৮ দাগে, হাল ১৩৬৯ নং খতিয়ান এবং ডি.পি ১০৭৩ নং খতিয়ানের ৩৩৫১,৩৩৫৩,৩৩৫৪ দাগে মোট জমি ৭৪ শতক নালিশী ভূমি দীর্ঘ ৩০ বছর ভোগদখল করে আসছেন হোসেন আহম্মদ। এ নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিলো। জমি ভাগ বাটোয়ারা নিয়ে বিরোধ সৃষ্টি হলে এটি আদালত পর্যন্ত গড়ায়। আদালত নালিশি ভূমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন। কিন্তু ১৫ অক্টোবর রাতের আধাঁরে নালিশি ভূমি দখল করে ঘর নির্নমান করেন মোক্তার হোসেন, আক্তার হাসেন, তছলিম হোসেন, আবদুসসাত্তার ও কবির হোসন গংরা।
মামলারবাদী ইয়াছিন জানান, নালিশি জমি নিয়ে আমাদের সঙ্গে মোক্তার গংদের আদালতে মামলা চলছে। আদালত উভয় পক্ষকে বর্ণিত নালিশি জমিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ জারি করে সবধরণের স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। কিন্তু তারা প্রভাব দেখিয়ে ওই জমি দখল করে অবৈধ ভাবে ঘর নির্মাণ করছেন। নিষেধ করলে আমাদের উপর হামলা করতে তেড়ে আসেন।
এদিকে মোক্তার,আক্তার হোসেন জানান, আদালতে ওই জমি নিয়ে মামলা চলছে সত্য। কিন্তু ক্রয়সুত্রে এজমির মালিক আমর মা। আমাদের জমিতে আমরা ঘর নির্মাণ করছি। আদালতের নিষেধাজ্ঞা অমান্যের বিষয়ে জানতে চাইলে তারা আরোও জানান, দারগা মোতাহের হোসেন এই বিষয়ে সমজোতার জন্য তাদেরকে অনেক বার ফোন দিয়েছে কিন্তু তারা ধরেনা। তাই আমরা আমাদের জমি দখলে নিয়েছি।
লক্ষ্মীপুর সদর থানা পুলিশের এএসআই হান্নান জানান, নালিশি জমিতে আদালতের নোটিশ অনুযায়ী ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা উভয় পক্ষকে আমি নিজে গিয়ে অবগত করেছি। অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।