চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা অজি উল্লাহ

 

নিজস্ব প্রতিবদক :
বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অজি উল্লাহ (৭৫) মত্যুবরণ করেছেন (ইনালিল্লাহি ওয়াইনাইলাইহি রাজিউন)। রাববার (১ নভেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পরে রাত ৮টায় লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের করইতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় তাঁর রুহের মাগফেরাত ও বেহেশত কামনায় সম্মিলিতভাব দোয়া-মোনাজাত করা হয়।

পরদিন সোমবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ রাহাত খাঁনের নেতৃত্বে একটি চৌকস সেনাদল বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অজি উল্লাহ’র কবর প্রাঙ্গণে গার্ড অব অনার প্রদর্শন করেন। পরে তারা প্রয়াত বীর মুক্তিযোদ্ধার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

মোহাম্মদ অজি উল্লাহ মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের পরও তিনি দীর্ঘদিন সেনাবাহিনীত কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অজি উল্লাহ একজন ধর্মপরায়ণ ও দেশপ্রেমিক মানুষ ছিলেন। তিনি যেমনি করে মাতৃভূমি ও স্বজাতির জন্য যুদ্ধ করেছিলেন, তেমনি করে মানুষের মাঝে সামাজিক মূল্যবোধ ও মানবিকতা জাগিয়ে তুলতে নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর সন্তানরাও বীর মুক্তিযোদ্ধা বাবার আদর্শ লালন করে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রয়েছেন।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ অজি উল্লাহ মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply