রায়পুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালন

রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে উপজেলা প্রশাসনের উদ্যেগে ‘আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস- ২০২১’ উপলক্ষে র‌্যালি ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বুধবার উপজেলা ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, সহকারী কমিশনার (ভূমি) আখতার জাহান সাথী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিবৃন্দ।

উক্ত আলোচনা সভায় আজকের দিবসের তাৎপর্যের বিষয়ে আলোচনার পাশাপাশি রায়পুর উপজেলার শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আগত অতিথিরা কথা বলেন। এবং আসন্ন ১২ তারিখ সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে উপস্থিত সকল শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময়সহ সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।

Leave a Reply