লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ আহত ৭

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সিএনজিচালিত দু’টি অটোরিকশার মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে। ৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টার দিকে চাঁদপুর বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর শহরের জেলা কারাগারের পাশে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করে।
আহতরা হলেন সালেহা বেগম (৫০), টিপু (৩৫), মফিজ (৩২), মারিয়া (৮), মো. সোহেল (৩০) ও তার স্ত্রী আফসানা (২০) এবং শিশু কন্যা সুফিয়া (৬)। তাদের মধ্যে টিপু ও সোহেলকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর- বেগমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লক্ষ্মীপুর শহরের জেলা কারাগারের পাশে পূর্বদিক হইতে লক্ষ্মীপুর শহরমুখী একটি চলন্ত সিএনজি অটোরিকশার যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ দুইটি সিএনজি অটোরিকশা রাস্তার পাশে পড়ে গিয়ে ধুমড়ে- মুচড়ে যায়। এতে সিএনজিতে অটোরিকশায় থাকা সাত যাত্রী গুরুতর আহত হয়।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. জসীম উদ্দীন বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply