
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পরকীয়া সম্পর্কের কারণে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় যুবক-যুবতীকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের মহানগর নিচ পাড়া এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, উপজেলার মহানগর নিচপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে ভটভটি চালক ও এক সন্তানের জনক রাজু আহমেদ(৩০) এর সাথে কাঁশোপাড়া ইউনিয়নের কৈর্বত্যপাড়া গ্রামের জনৈক আয়নাল হকের তালাক প্রাপ্তা মেয়ে শরিফা খাতুনের (২২) সাথে প্রায় এক বছর আগে মুঠোফোনের মাধ্যমে পরিচয় হয়। ঘটনার দিন রাজু’র গ্রামের প্রতিবেশি অন্তর আলীর বাড়িতে যুবক-যুবতীকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় টের পেয়ে স্থানীয়রা ঘরের মধ্যে আটকিয়ে রাখে। পরে থানা পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দু’ জনকে আটক করে থানা হেফাজতে নেন।
ভাঁরশো ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে যাইনি। তবে শুনেছি স্থানীয়রা তাদেরকে এক ঘরে পেয়ে আটক করে। পরে থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।
উপ- পরিদর্শক আতিউর রহমান জানান, সংবাদ পেয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।
সত্যতা নিশ্চিত করে মান্দা থানার পরিদর্শক শাহিনুর রহমান শাহিন বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে তাদের দু’ জনকে থানা হেফাজতে নেয়া হয়েছে। ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।