রামগঞ্জে নেতাকর্মী- এলাকাবাসীর সাথে চেয়ারম্যানপ্রার্থী জিসানের সৌজন্য সাক্ষাত

মিজানুর শামীমঃ নেতাকর্মীসহ এলাকাবাসীর সাথে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও লামচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উল্যাহ জিসান সৌজন্য সাক্ষাতে মিলিত হন। ২১ আগস্ট শনিবার দুপুরে উপজেলা, নিজ ইউনিয়ন এবং এর বিভিন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী ও এলাকাবাসীকে নিজ বাড়ীতে ডেকে নিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং সৌজন্য সাক্ষাতে নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন ও বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ নিয়ে উপস্হিত সকলের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন।
অনুষ্টানে চেয়ারম্যান প্রার্থী ফয়েজ উল্যাহ জিসান দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

এ সময় উপস্হিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি বেলাল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক নজরুল ইসলাম ভুলু, রামগঞ্জ আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকম রুহুল আমিন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক সুরাইয়া আক্তার, উপজেলা যুবলীগ আহবায়ক সৈকত মাহমুদ সামছু, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ আহবায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রলীগ আহবায়ক ও পৌর কাউন্সিলর ফয়সাল মাল এবং লামচর ইউনিয়ন ও এর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছা সেবকলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীসহ এলাকার নানান পেশার বিপুল সংখ্যক সাধারন মানুষ।

 

 

Leave a Reply