লক্ষ্মীপুরে বিয়ের আসর থেকে বর আটক

 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদরের চরভূতি এলাকায় বিয়ের আসর থেকে মোঃ মনির হোসেন (২৮) নামে এক বর কে আটক করেছে পুলিশ। আটককৃত বর মোঃ মনির হোসেন চরভূতি গ্রামের লোকমান হোসেনের ছেলে। বর মনির হোসেন একই এলাকার ২নং ওয়ার্ড়ের লোকমানের ছেলে।

গত এক বছর ধরে প্রতিবেশী মোবাশ্বেরার বাপের বাড়ির নুর আলমের মেয়ে মারজাহান আক্তার রেনুর সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তুলে। বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন যাবত মিলামিশা করে আসছে। এক পর্যায়ে রেনু অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি মনির টের পেয়ে কৌশলে রেনুকে হাসপাতালে এনে বিয়ের আশ্বাস দিয়ে বাচ্চা টি নষ্ট করে ফেলে।

গতকাল শনিবার (১৪ আগষ্ট) মনির রেনুকে বিয়ে করবে বলে লক্ষ্মীপুর ঝুমুর সিনেমা হল এলাকায় এনে রাস্তায় রেখে মনির পালিয়ে যায়। একই দিন রাত ১১টায় লক্ষ্মীপুর কাজী অফিসের মাধ্যমে তিন লাখ টাকা দেনমোহরে চরভূতি গ্রামের আব্দুস শহীদের মেয়ে বিবি আছিয়াকে বিয়ে করে।

আজ রবিবার (১৫ আগষ্ট) নব বধূ আছিয়ার বাড়িতে পৃতীভোজের আয়োজন করে। মনির স্বজনদের নিয়ে অনুষ্ঠানে গেলে প্রেমিকা রেনুও সেখানে উপস্থিত হয়। রেনুর উপস্থিতি দেখে বরপক্ষ রেনুকে মারধোর শুরু করে। ঘটনাটি পুলিশ কে জানালে তাৎক্ষণিক এসআই আঃ আউয়াল ঘটনাস্থলে গিয়ে বর মনির কে আটক করে থানায় নিয়ে যায়।

Leave a Reply