লক্ষ্মীপুরে টিসিবি’র পন্য কালো বাজারে ডিলারসহ ৩ জনকে ৪০ হাজার টাকা জরিমানা 

আলমগীর হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ রামগঞ্জ সড়ক মীরগঞ্জ বাজার দুটি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবির পণ্য-সামগ্রী জব্দ করেছে লক্ষ্মীপুর জেলা এনএসআই। শনিবার রাত সাড়ে ১২ ঘটিকার রামগঞ্জ উপজেলার টিসিবির ডিলারের বসতঘর মের্সাস পাটোয়ারি স্টোর, রামগঞ্জ, লক্ষ্মীপুর এর মালিক স্বপন এর পানপাড়া বাজারে দোকান থেকে এই পণ্যগুলো জব্দ করা হয়।

উল্লেখ্য এনএস আই সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে অভিযান চালিয়ে টিসিবির পন্য, ২০৮ কেজি সয়াবিন তৈল,  মুসুরের ডাল ১০০ কেজি উদ্ধার করা হয়। এসময় টিসিবির ডিলার  স্বপনকে আটক করে রায়পুর পুলিশ নিয়ে যাওয়া হয়। পরে জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়।

এসময় লক্ষ্মীপুর ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ নুর হোসেন জানায়,  অবৈদ পন্থায় টিসিবির পণ্য রামগঞ্জের ডিলার সাধারণ মানুষের কাছে বিক্রিয় না করে  মীরগঞ্জ বাজারের নুর হোসেন, মোঃ দুলাল হোসেনের কাছে সয়াবিন তৈল এবং মসুরের ডাল বিক্রয়ের অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

রামগঞ্জ টিসিবির ডিলার মোহসিন পাটওয়ারী ৩০ হাজার টাকা,মীরগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃদুলাল,৫ হাজার টাকা, নুর হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মের্সাস পাটোয়ারি স্টোর, রামগঞ্জ, লক্ষ্মীপুর এর মালিক স্বপন, গত ১২ আগষ্ট ২০২১ খ্রিঃট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা থেকে টিসিবি পন্য চিনি, ডাল, মসুরডাল (বরাদ্দকৃত পন্য জন সাধারনের নিকট বিক্রয় করতে হবে) ক্রয় করেন।।

কিন্তু তিনি অল্প পরিমানে পন্য জন সাধারন নিকট বিক্রয় করে বাকী টিসিবি পন্যগুলো জন সাধারনে নিকট বিক্রয় না করে দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাত দেখিয়ে, মুদি দোকান, হোটেলে রাতের অন্ধকারে বিক্রয় করে দেওয়ার অভিযোগ রয়েছে।

Leave a Reply