রামগতিতে ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বপন গ্রেপ্তার

ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়ন এলাকায় তিন কেজি গাঁজাসহ রোববার সন্ধায় এক মাদক ব্যবসায়ীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন, নোয়াখালী জেলার চর জব্বার উপজেলার ১নং চর জব্বার ইউনিয়নের উত্তর চর বাঙ্গা এলাকার সেলিম হোসেনের পুত্র স্বপন ইসলাম (২৩)।

পুলিশ সুত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনর্চাজ এ কে এম আজিজুর রহমান মিয়ার নির্দেশনায় উপ পরিদর্শক মোঃ আবদুল মান্নান ও সহকারী উপ পরিদর্শক মোঃ আহসান উল্যাহসহ একটি ইউনিট ৮ আগস্ট সন্ধা ছয়টার দিকে রামগতি থানার ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন এলাকায় অভিযান চালায়। এ সময় ৩ (তিন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী স্বপন ইসলাম (২৩) কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গ্রেপ্তারকৃত আসামি চিহ্নিত আন্তঃজেলা মাদক ব্যবসায়ী।

Leave a Reply