
ভাস্কর মজুমদার (কমলনগর প্রতিনিধি): লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার মুজিবের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়। ৮ আগস্ট রবিবার সকাল ১১টায় কমলনগর মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস কক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত কিছু সংখ্যক বেকার নারীদের মাঝে কর্মসংস্হানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমল নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমল নগর উপজেলা ভূমি কর্মকর্তা পুষ্প পুদম চাকমা, কমল নগর উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আকতারুজ্জামান, কমল নগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ কে এম নূরুল আমিন মাষ্টার, কমল নগর উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট এ কে এম নূরুল আমিন রাজু,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোরশেদ আলম।
অনুষ্ঠানে উপস্হিত সকলে বঙ্গমাতার ত্যাগের মহিমা স্বরণ করেন এবং এ মহিষী নারীর বিদ্রোহী আত্মার প্রতি শান্তি কামনা করেণ। এসময় উপজেলার বিভিন্ন সরকারী কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে প্রশিক্ষকপ্রাপ্ত কিছু বেকার নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।