
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুর জেলায় পুলিশ বিভাগে কর্মরতদের সরকারি কাজে চলাচলের যানবাহন হিসেবে একটি নতুন ডাবল কেবিন পিকআপ ও FZ-3 মডেলের তিনটি নতুন মটর সাইকেল বরাদ্দ দেয়া হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার জেলার পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বরাদ্দকৃত পিকআপটি লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জকে এবং মোটর সাইকেল তিনটি ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্টদের মাঝে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান, সহকারি পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইফতেখার মাহমুদ, সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন সহ ইনচার্জ যানবাহন শাখা মোঃ ইমরানুল হক মৃধা।

পুলিশ সুত্র জানায়, লক্ষ্মীপুর জেলার পুলিশ বিভাগে কর্মরতদের সরকারি কাজে চলাচলের জন্য একটি ডাবল কেবিন পিকআপ ও তিনটি FZ-3 মডেলের মোটর সাইকেল বরাদ্দ দেয়ায় জেলা পুলিশের পক্ষ থেকে মহা পুলিশ পরিদর্শক ড. বেনজীর আহমেদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।