
একদিন স্বপ্ন দেখতাম,
আসবে এক মহামানব।
স্বপ্ন দ্রষ্টা কমলনগরে,
এসেছেন কামরুজ্জামান স্যার,
নির্বাহী কর্মকর্তা হয়ে ।
আমি সদায় ভাবি এমন,
ওনার মন সদায় উজ্জল ।
মানবতার তরে তিনি,
রাত্রি দিনে সেবার কারণ ।
প্রধান মন্ত্রীর আজ্ঞাবাহী,
নির্ভয়, নির্ভেজাল,
সেবার মান পৌঁছে দেওয়ায়,
মানবতার ধরেছেন হাল ।
করোনোতে ঘুম নেই চোখে,
সারাদিন পথে-ঘাটে, নদীর পাড়ে।
আমি সদায় ভেবে মরি,
কিযে বলি বিধির কাছে,
এমন মানব আরো দিও ধরায়,
প্রার্থনা যে তোমার তরে।
মানবতার দৃষ্টান্ত আজও,
মানবেই সৃষ্টি করে।
