ন্যাশনালপ্রেস নিউজঃ
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগ নেতার স্ত্রীর নির্যাতনে আহত গৃহকর্মী সাদিয়া পারভীন (১০) মারা গেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সাদিয়া। মৃত সাদিয়া উপজেলার মুন্সীপাড়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের বাসায় কাজ করতো শিশু সাদিয়া। কাজে যোগদেয়ার পর থেকে ওই গৃহকর্মীকে বিভিন্ন অজুহাতে শারীরিক নির্যাতন করত শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুর। নির্যাতনের কারণে মাঝে-মধ্যে জেলা ও উপজেলা হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হতো শিশুটিকে। গত ২৬ সেপ্টেম্বর মারধর ও যৌনস্থানে আঘাতের কারণে অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে । সংবাদ পেয়ে ওইদিন রাত দেড়টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে পুলিশ। পরদিন শেরপুর সদর হাসপাতালে ভর্তির পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দেয় ডাক্তাররা। তখন উন্নত চিকিৎসার জন্য সুপারিশ করে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে প্রায় একমাস চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার বিকাল ৫টার দিকে মারা যায় সে।
উল্লেখ্য গৃহকর্মী সাদিয়াকে নির্যাতনের ঘটনায় ২৬ সেপ্টেম্বরই উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব শাকিলের স্ত্রী রুমানা জামান ঝুমুরকে (৩৫) আটক করে পুলিশ। পরে রুমানা জামান ঝুমুরকে (৩৫) আসামী করে মামলা করেন নির্যাতিত শিশুর পিতা সাইফুল ইসলাম। ওই মামলায় রুমানা জামান ঝুমুর জেলহাজতে রয়েছেন।