
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ পৌরসভাধীন চকপ্রান মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত্রীতে নওগাঁ সদর পৌরসভাধীন চকপ্রান গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান পরিচালনা করে নাসির আহম্মেদ স্বপন (৩৮) কে দেশীয় শাটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ আটক করা হয়েছে।
নওগাঁ পৌরসভাধীন চকপ্রান মহল্লায় গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত্রীতে নওগাঁ সদর পৌরসভাধীন চকপ্রান গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান পরিচালনা করে নাসির আহম্মেদ স্বপন (৩৮) কে দেশীয় শাটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশনসহ আটক করা হয়েছে।
আটককৃত হলেন নওগাঁ সদর পৌরসভার চকপ্রান গ্রামের মৃত নূরুল ইসলাম পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী নাসির আহম্মেদ স্বপন।
জেলা গোয়েন্দা শাখা ভারপাপ্ত কর্মকর্তা কে এম শামসুদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারি সে দৃর্ঘদিন যাবত পুলিশের চোখ ফাঁকি দিয়ে, নিজ বাসভবন থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে একদল চৌকস ডিবি পুলিশ দ্বাড়া চকপ্রান এলাকায় অভিযান চালিয়ে এসময় তার কাছ থেকে একটি দেশীয় শাটারগান ও ৭০ পিচ এ্যাম্পুল ইঞ্জেকশন উদ্ধার করা হয়। এবং তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।