৩দিন ব্যাপী ১০ম অমর একুশে বইমেলা-২০২১ উদ্বোধন

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নে নবজাগরণ অ্যাসোসিয়েশন-১৩ এর উদ্যোগে ৩দিন ব্যাপী ১০ম অমর একুশে বইমেলা- ২০২১ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ফেব্রুয়ারি) বিকালে ছয়সূতী খেলার মাঠ প্রাঙ্গনে ২১শে বইমেলা আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ছয়সূতী অমর একুশে বইমেলা- ২০২১ এর প্রধান পৃষ্ঠপোষক রুবাইয়াৎ ফেরদৌসী।

১০ম অমর একুশে বইমেলার কেন্দ্রীয় আয়োজক কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. এনামুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন লিটন, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হীরা মিয়া সরকার, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কুলিয়ারচর শাখার সভাপতি মুহাম্মদ ফজলে এলাহি, সরকারি তিতুমীর কলেজের সাবেক অধ্যাপক মো. শাহ্ আলম, ড. এমদাদুল ইসলাম, এ.বি.এম বদরুল আলম মোর্শেদ ও ১০ম অমর একুশে বইমেলার কেন্দ্রীয় আয়োজক কমিটি-২০২১ এর সদস্য সচিব শহীদুল ইসলাম প্রমুখ।

এবার ছয়সূতী ইউনিয়নের বিভিন্ন সংগঠনের মোট ২৬টি স্টলে সাজানো হয় ১০ম অমর একুশে বইমেলা। ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই বইমেলার বেচাকেনা।

Leave a Reply