সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেয়র প্রার্থী জিলানী

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ আসন্ন রায়পুর পৌর নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী এবিএম জিলানী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

শনিবার ৬ফেব্রুয়ারী ১১ঘটিকায় রায়পুর পৌর সভায় অবস্থিত জিলানীর ব্যাক্তিগত অফিসে এই মতবিনিময় সভা করেন।
এসময় তিনি বলেন, আমি মেয়র নির্বাচিত হলে পৌরসভার বাজার গুলোর অবকাঠামো উন্নয়ন, কর ও পানির বিল সহনীয় পর্যায়ে নিয়ে আসা, পৌর শহর কে নান্দনিক ও আধুনিক শহরে রুপান্তরিত করবো। পৌর শহরের দরিদ্র জনগোষ্টির কর মৌকুফ করার ব্যবস্থা করবো। ডাকাতিয়া নদীকে জন সাধারণের জন্য উম্মুক্ত করে দিবো। তিনি অভিযোগ করে বলেন, গতকাল পৌর ৯নং ওয়ার্ড়ে জনসংযোগ করার সময় আমাদের কে সরকারদলীয় লোকজন গালাগালি করে এবং হুমকি ধামকি দেয়।
এসময় তিনি প্রশাসনের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান। এসময় আরোও উপস্থিত ছিলেন, মনির আহমেদ পাটোয়ারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নাজমুল করিম মিটু।
সাবেক ছাত্র নেতা, ভিপি নজরুল ইসলাম
এছাড়াও জেলা উপজেলার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Leave a Reply