মিথ্যা মামলায় জেলে প্রমীলার সমাজসেবী আফরোজা আসাদ কনা

নিজস্ব প্রতিনিধিঃ মিথ্যা মামলায় জেলে প্রমীলার

সমাজসেবী আফরোজা আসাদ কনা।
চাকুরীর প্রভোলন দেখিয়ে র্ধষণ করার চেষ্টার অভিযোগে ভুক্তভুগিকে সহায়তা করায় ভুক্তিভুগি নারীসহ জেলে আছেন প্রমীলার সমাজসেবী আফরোজা আসাদ কনা (৩৪)। অভিযোগ থাকে যে, আবিদা সুলতানা তন্নি (২২) নামের এক নারী চাকুরীর জন্য এশিয়া প্যাসিফিক এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ শওকত আহমেদ বাবু (৪১) কাছে গেলে । মোঃ শওকত আহমেদ বাবু চাকুরীসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করিবেন বলে লোভ দেখিয়ে গত ২৩/১১/২০২০ ইং তারিখে তার গোপন আস্তানা নিকুঞ্জ খিলক্ষেতের এক বাসায় নিয়ে ধর্ষণ করার চেষ্টা করে। ভুক্তিভুগি নারী বিচার চেয়ে বিভিন্ন মহলে বিচার চেয়ে অভিযোগ করলে, অভিযুক্ত লম্পট শওকত আহমেদ বাবু মান সম্মান বাচাঁনোর জন্য উপরের মহলের সহযোগিতায় গত ২৩/০১/২০২১ইং শনিবার বিকাল ৩ টায় গোয়েন্দা পুলিশ (ডিবি) কে দিয়ে প্রমীলার সমাজসেবী আফরোজা আসাদ কনাসহ ভুক্তিভুগি নারী আবিদা সুলতানা তন্নিকে তুলে নিয়ে যায়, প্রমীলার অফিস উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে। তিন দিন নিখোঁজ থাকার পরে গত ২৬/১/২০২১ ইং তারিখে জানায় যায় যে, খিলক্ষেত থানায় এক মামলায় তাদের দুইজন সহ মাসুম নামে (৪০) যুবককে কোর্টে তুলে ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। উক্ত বিষয়ে আরো তদন্ত করে জানা যায়, ভুক্তিভুগি নারী গেফতার হওয়ার আগে আরো বিভিন্ন জায়গায় বিচার চেয়ে আবেদন করেন যেমন, খিলক্ষেত থানায় , কুড়িলে ১৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বশির আজাদ এর কাছে অভিযোগ করিলে তিনি কাউন্সিলর মোঃ ইসহাক সাহেব এর কছে নিয়ে বিচারে মুখোমিুখি করিবেন বলে আশ্বস্ত করেন ও তুষার আহম্মেদ টুকু (তাঁতী লীগের একাংশ সম্পাদক) এর কাছে বিচার চেয়ে ছিলেন। যখন আবিদা সুলতানা তন্নি মামলা করার প্রস্তুতি নিতে ছিলেন ঠিক সে সময়ে উপরের কোন মহলের সহযোগিতায় বেআইনি ভুক্তিভুগি দের তুলে নিয়ে উল্টো মামলাসহ হয়রানি করছে লম্পট শওকত বাবু । লম্পট মোঃ শওকত আহমেদ বাবু দ্বারা আরো অনেক নারী হয়রানীর শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে, যা যাচাই-বাচাই করা হচ্ছে। একজন সমাজসেবী হিসাবে ভুক্তিভুগি নারীকে সহযোগিতা প্রদান করায় প্রমীলার সমাজসেবী আফরোজা আসাদ কনাকে আসামী করে হয়রানী করা হচ্ছে বলে প্রমাণ সহ অভিযোগ পাওয়া গিয়েছে।

Leave a Reply