কমলনগরে ১০৫ পিচ ইয়াবাসহ মাদক সন্ত্রাসী মাহফুজুল গ্রেপ্তার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় থেকে সোমবার সন্ধায় একশত পাঁচ পিচ ইয়াবা ট্যাবলেট এক মাদক সন্ত্রাসীকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মোঃ মাহফুজুল ইসলাম ওরফে মামুন ফেনী জেলার দাগনভু্ঁইয়া উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডস্হ সাদেকপুর এলাকার আনা মিয়া বাড়ীর আবুল খায়েরর পুত্র। গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমানে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের চরমনসা গ্রামের নতুন বাড়ী নামক স্হানে শ্বশুরের নিবাসে বসবাস করে।

পুলিশ সুত্র জানায়, লক্ষ্মীপুরের গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক টিপু সুলতান ও সহকারী উপপরিদর্শক মোঃ সেলিম মিয়া সঙ্গীয় ফোর্সসহ ১১ জানুয়ারি সোমবার সন্ধায় জেলার কমলনগর থানার হাজীরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ড চর জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালায়। এসময় ১০৫ (একশত পাঁচ) পিচ নিষিদ্ধ ঘোষিত ইয়াবা ট্যাবলেটসহ মাদক সন্ত্রাসী মোঃ মাহফুজুল ইসলাম ওরফে মামুন (৩৩) কে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী ও তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ২টি মামলা বিচারাধীন আছে।

Leave a Reply