
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের নব গঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় লক্ষ্মীপুরের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান যুবলীগ নেতা রুবেল হাসনাত। ১২ জানুয়ারী (মঙ্গলবার) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ডিগ্রী কলেজ মাঠে কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এ সময় ৩নং দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রুবেল হাসনাত একটি বিশাল আনন্দ মিছিল নিয়ে দালাল বাজার ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হন। এবং কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামালকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, দালাল বাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহে আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য এবিএম শেখ ফরিদ জীবন, জহিরুল আমিন জহির, সদর থানা পশ্চিম যুবলীগের আহবায়ক তোফাজ্জল হোসেন চৌধুরী টিটু, যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মাহবুব, জেলা পরিষদের সদস্য শাখাওয়াত হোসেন আরিফ, মামুন বিন জাকারিয়া, হামছাদী ইউনিয়ন যুবলীগের আহবায়ক নিজাম উদ্দিন রনি প্রমুখ। অনুষ্ঠান শেষে শীত বস্ত্র হিসেবে ৫’শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।