
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ স্বেচ্ছায় রক্ত দানকারী সংগঠন হিউম্যান ব্লাড ডোনার্স ক্লাবের ২০২১ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। রবি বার (০৩ জানুয়ারি) এক জরুরী সভায় সকল সদস্যদের সিদ্ধান্তক্রমে গোপন ভোটের মাধ্যমে কমিটি গঠিত হয়। নব নির্বাচিত কমিটিতে মোঃশুভ কে সভাপতি ও মোঃহানিফ কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নির্বাচন শেষে ১৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি করা হয়। নতুন এই কমিটিতে অন্য সদস্যরা হলেন, সিনিয়ার সহ সভাপতি পরান সিং, সহ সভাপতি নাছির খাঁ, সাধারন সম্পাদক মোঃহানিফ, সহ সাধারন সম্পাদক নজরুল ইসলাম,মোঃরাব্বি,সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন শান্ত, অফিস সম্পাদক মোহন মিঝি , প্রচার সম্পাদক আহস্মেদ রিয়াজ , যোগাযোগ সম্পাদক রিয়াজ হোসেন বাবু, সমাজ কল্যান সম্পাদক রাছেল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মেহরাজ হোসেন,নির্বাহী সদস্য ইমন হোসেন,রনি হোসেন,নূর নবী প্রমূখ।

উল্লেখ্য, সংগঠনটির সাবেক সভাপতি শামীম আহম্মেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফয়েজ আহম্মেদ,পরিচালক আব্দুর রহমান, নির্বাচন কমিশনার মামুন হোসেন সূজন প্রমূখ। মানবতার সেবায় প্রতিষ্ঠিত এই ক্লাবটি ইতিমধ্যে অসহায় রোগীদের কে বিভিন্ন গ্রুপের ৬০০ ব্যাগ রক্ত স্বেচ্ছায় দান করেছে। এই সেবা মূলক কাজকে ভবিষ্যতে আরো এগিয়ে নিতে নতুন কমিটির সদস্যগন সকলের নিকট দোয়া ও সহযোগীতা কামনা করেন।