ইয়াছির মিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের কৃতি সন্তান ইলহাম গ্রুপের চেয়ারম্যান ও কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১ জানুয়ারি শুক্রবার বাদ জুম্মা ঢাকা ফাস্টওয়ে হলরুমে বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ঢাকা বিভাগের কমিটি গঠন উপলক্ষে ঢাকা বিভাগের নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানগণের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম-কে সভাপতি এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ঢাকা বিভাগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াছির মিয়া সাংবাদিকদের সাথে এক প্রতিক্রীয় প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের মাধ্যমে দেশে যে উন্নয়নের জোয়ার বইছে সে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অত্র সংগঠনের নির্বাচিত কমিটির সভাপতি ও সকল সদস্যবৃন্দের সহযোগিতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা ও উপজেলা পরিষদের উন্নয়নমুলক কাজ গুলো সুষ্ঠুভাবে বাস্তবায়ন করাই হবে মুল লক্ষ্য । এ সময় ভৈরব- কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ- ৬ অাসনের সংসদ সদস্য, বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন-কে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, কয়েক দিনের মধ্যেই অত্র সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। এদিকে ২০২১ ইংরাজি নববর্ষের প্রথম দিনে কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়ারছির মিয়া বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার সংবাদ কুলিয়ারচরে ছড়িয়ে পড়লে উপজেলার সাংবাদিক সমাজ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তাঁকে মোবাইল ফোনে ও ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যমে অভিন্দন জানিয়ে বলেন, সারা বিশ্বের ন্যায় এদেশে প্রাণঘাতী কোভিড-১৯ করোনা ভাইরাসের কারনে মানুষ যখন অনেকটা ঘরবন্দি ও কর্মহীন হয়ে আয় রোজগার বন্ধ হয়ে পরেছিলো তখন অনেকের ঘরে দু’বেলা খাবার জুটছিলো না। কর্মহীন মানুষের ঘরে খাবার না থাকায় দিশেহারা হয়ে পড়েছিলো অনেকেই। এমন সময় সরকারের পাশাপাশি করোনা ভাইরাস পরিস্থিতি আর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ভৈরব-কুলিয়ারচরের উন্নয়নের রুপকার কিশোরগঞ্জ – ৬ আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি জননেতা আলহাজ্ব নাজমুল হাসান পাপন কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়াকে নির্দেশ দেন সরকারের পাশাপাশি কর্মহীন দরিদ্র, অসহায় ও খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

আলহাজ্ব নাজমুল হাসান পাপনের নির্দেশ পেয়ে করোনাকালীন সময় জীবন যোদ্ধা হিসেবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইলহাম গ্রুপের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব ইয়াছির মিয়া। স্থানীয় সাংবাদিক ও তার নিজস্ব ফেইসবুক আইডি থেকে ” আমি খেলে কুলিয়ারচরবাসী খাবে ” ও ” আমার ঘরে খাবার থাকলে কুলিয়ারচরবাসীর ঘরে খাবার থাকবে ” এই ঘোষণা দিয়ে উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে পরিবারের সদস্য ও সেচ্ছাসেবক দলের সদস্যদের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করে ৩০ হাজার মানুষের পাশে দাড়িয়েছিলেন ।

পবিত্র ঈদুল ফিতরের দিন ঈদে সবার মাঝে যেন আনন্দ ফিরে আসে, আর এ দিকে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে অসহায়, কর্মহীন ও খেটে খাওয়া সাধারণ শ্রমজীবি মানুষের কষ্টের কথা চিন্তা করে পরিবার প্রতি ৫’শত টাকা করে নগদ অর্থ সহায়তা করে মহত্ত্বের পরিচয় দিয়েছিলেন। আলহাজ্ব ইয়াছির মিয়া বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ঢাকা বিভাগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় মহা খুশী হয়ে স্থানীয়রা বলেন, আলহাজ্ব ইয়াছির মিয়া দেশে করোনা পরিস্থিতিতে গৃহবন্ধি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে যেভাবে সহযোগীতার হাত বাড়িয়ে ছিলেন একই ভাবে সারাজীবন যেন গরীব অসহায়দের পাশে থাকেন তিনি।

Leave a Reply