নওগাঁ ১৬ বিজিবি কর্তৃক সীমান্তে ৪০০ পিস ইয়াবা আটক ১

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা নীতপুরে গোপন সংবাদ এর ভিত্তিতে বিকাল ৪ ঘটিকায় নীতপুর বিওপির টহল কমান্ডার জেসিও-৭৮১১ নায়েব সুবেদার মোঃ এমদাদুল হক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল নীতপুর বিওপি হতে ৬০০ গজ দক্ষিণ পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার ২৩০/১০ এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বালাশহিদ নামক স্থানে অভিযান পরিচালনা করে, বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায়, অপরজন ভারতীয় ৪০০ পিস ইয়াবাসহ আটক হয়েছে।

আটককৃত হলেন, নওগাঁর সাপাহার থানার পলাশডাংগা গ্রামের আব্দুর রাজ্জাক এর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদিকুল ইসলাম (২৭)।
সহপাঠী অভিযান চলাকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়েছে সে হলেন, নওগাঁর সাপাহার থানার নামোবিরামপুর গ্রামের আবেদকালুর পুত্র মাদক ব্যবসায়ী কান্তু মিয়া (৩৫)।

বিজিবি কর্তৃক জানাযায়, আটককৃত আসামীকে ইয়াবাসহ অত্র থানায় হস্তান্তর ও পলাতক আসামী কান্তু মিয়া এর বিরুদ্ধে সাপাহার থানায় মামলা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply