
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল কুদ্দুছ’র ২৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুমের পরিবারের সদস্যদের উদ্যোগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে পৌর শহরের বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় মরহুমের পরিবারের লোকজন ও স্থানীয় মুসল্লীগন উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এবং তাবারক বিতরণ করা হয়।
সাবেক এই চেয়ারম্যান মরহুম আবদুল কুদ্দুছ লক্ষ্মীপুর পৌরসভার শমশেরাবাদ গ্রামের মৃত হাজী আব্দুস ছোবহান এর ছেলে। তিনি ১৯২৪ইং সনে লক্ষ্মীপুর শমশেরাবাদ এলাকায় জন্মগ্রহণ করেন। এবং ১৯৯৩ সালের ২০শে ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে পরলােকে পাড়ি জমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ০৬ পুত্র ০২কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জীবনের প্রথম থেকে তিনি মুসলিম লীগের স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৮৪ সালে তিনি জাতীয় পার্টিতে যােগ দেন এবং আমৃত্যু জেলা কমিটির সিঃ সহ-সভাপতি ছিলেন।
১৯৬৪ ও ৬৯ সালে তিনি তৎকালীন ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হন। ১৯৭৪ থেকে ৮৩ ইং পর্যন্ত তিনি পরিষদের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৮০ সালে তিনি উপ-নির্বাচনে কমিশনার নির্বাচিত হন। ১৯৮৪ সালের ১৭ই মার্চ তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। লক্ষ্মীপুর দারুল উলুম আলিয়া মাদ্রাসা ও কলেজিয়েট হাই স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারমান হিসাবে দায়িত্ব পালন করেন। লক্ষ্মীপুর সরকারী বিশ্বঃ কলেজ প্রতিষ্ঠায় শারীরীক ও আথির্ক সহযােগিতা করেন।
এ ছাড়াও আত্মপ্রচার বিমুখ আজীবনের এই সমাজ সেবক আবদুল কুদ্দুছ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।