
মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধি :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ শুরু হয়েছে ।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে শীতার্ত গরিব দুঃখীদের মাঝে এসব কম্বল বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ্ আলম, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক কাশেম, ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. হুমায়ুন কবির, উপজেলা আওয়ামী লীগের সদস্য তোফাজ্জল হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব মো. আশরাফুল আজিস, উদ্যোক্তা অভিলাষ ভৌমিকসহ জনপ্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম জানান, এ ইউনিয়নে ৪৪০ জন দুস্থ, অসহায় ও গরিবদুঃখীদের মাঝে এসব কম্বল বিতরণ করা হবে।