কুলিয়ারচরে এমপি পাপনের উদ্যোগে মাস্ক ও লিফলেট বিতরণ

মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে জনগণের মধ্যে শতভাগ মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “মাস্ক পডুন সুস্থ্য থাকুন, পরিবার ও দেশকে সুরক্ষিত রাখুন, করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে মাস্ক ব্যবহার করুন, বার বার সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত পরিস্কার করুন” বিসিবি সভাপতি ও ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর এসব স্লোগান দেশবাসীর মাঝে পৌঁছে দেওয়ার পাশাপাশি পাপন এঁর পক্ষ থেকে কুলিয়ারচরে ৪০ হাজার মাস্ক ও ১০ হাজার লিফলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার রামদী ইউনিয়ন পরিষদে ইউনিয়নবাসীর মাঝে আনুষ্ঠানিক ভাবে ৬ হাজার মাস্ক ও ২ হাজার লিফলেট বিতরণের মধ্যদিয়ে এ কার্যক্রম শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুলিয়ারচর পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান।
পরে তিনি উপজেলার লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় মাঠে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নবাসীর মাঝে ৬ হাজার মাস্ক ও ২ হাজার লিফলেট বিতরণ শেষে ডুমরাকান্দা বাজারে জনতা ক্লাবে সালুয়া ইউনিয়নবাসীর মাঝে ৬ হাজার মাস্ক ও ২ শত লিফলেট বিতরণ করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. জহির রায়হান জজ, রামদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব মো. আলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শিশু, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্বাস উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. এনামুল হক আবুবকর, লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মেজর মোহাম্মদ নুরুল ইসলাম (অব.), প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন (খোকন), সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর খান, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু যোহর লিলু মিয়া, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাকুর রহমান বাদল, ঠিকাদার মো. আনিছুজ্জামান সোহেল, সৈয়দ রুমানুর রহমান সোহাগ,যুবলীগ নেতা মো. এমরানুর রহমান এমরান, মো. রানা খান, মো. মোবারক হোসেন, মো. জিল্লুর রহমান, মো.সাইফুল ইসলাম রতন, ছাত্রলীগ নেতা মো. কামাল মিয়া সহ আওয়ামী লীগ ও অংঙ্গ সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

Leave a Reply