
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাটে এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ব্যাংক ভবনে এক আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মোঃ ছানা উল্লাহর সভাপত্বিতে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২নং দক্ষিণ হামছাদীর ইউপি চেয়ারম্যান মীর শাহ আলম। 
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পালেরহাট বণিক সমিতির সভাপতি হাফিজুর রহমান বিটু, পালেরহাট পাবলিক হাই স্কুলের সভাপতি নাজমুল করিম টিপু, খিলবাইছা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হোসাইন, খিলবাইছা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ হুমায়ুন কবির, নন্দনপুর দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আতিকুর রহমান গোলজারী, হাসনাবাদ মহিলা মাদ্রাসার সুপার তোফায়েল আহম্মেদ, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুদ্দিন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী জাফর আহম্মেদ, প্রাইভেট স্কুল এসোসিয়েশনের জেলা সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ফিতা কেটে ব্যাংকের আনুষ্ঠিক উদ্বোধন করেন।