নকল স্বর্ণসহ লক্ষ্মীপুরের মিয়ারবেড়িতে ৪ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন আক্তার হোসেন, নয়ন হোসনে, আল-আমিন ও নবী নেওয়াজ। ৮ মার্চ শনিবার দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের মিয়ারবেড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। লক্ষ্মীপুরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশের সদস্যরা প্রতারকদের আটক করেছে।

আটক প্রতারক চক্রের সদস্য আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে, নয়ন সবদুলপুর গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে, আল-আমিন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও নবী জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সাদা রঙের প্রাইভেটকারযোগে (ঢাকা মেট্টো-গ ৪৫-৪৫৯৫) আটক ব্যক্তিরা মিয়ার বেড়ি বাজারে ফারিহা শিল্পালয়ে স্বর্ণ বিক্রি করতে যায়। তাদের কাছে থাকা স্বর্ণের বারে ২১ ক্যারেট সিল ছিল। তবে স্বর্ণ নকল ছিল। সম্প্রতি রামগঞ্জ বাজারেও একই ঘটনা ঘটেছে। ওই ঘটনা জুয়েলার্স এসোসিয়েশনের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে প্রচার করা হয়। এতে ফারিহা শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন ঘটনাটি আঁচ করতে পারেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনে (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দকে জানায়। পরে লক্ষ্মীপুর সদরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল গিয়ে প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করে। তাদেরকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মোন্নাফ বলেন, নকল স্বর্ণ বিক্রি করতে গিয়ে ৪ জন প্রতারক আটক হয়েছে। নকল স্বর্ণ দিয়ে তারা টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার পাঁয়তারা করছিল। ব্যবসায়ীদের বুদ্ধিমত্তার কারণে তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply