লক্ষ্মীপুরের ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীকে রামগঞ্জে গণপিটুনির পর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা কুখ্যাত সন্ত্রাসী সাকিব হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ৭ ফ্রেবুয়ারী শুক্রবার সকালে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ছাত্র–জনতা তাঁকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সাকিব হোসেন ৪ আগস্ট চার শিক্ষার্থী হত্যা মামলার অন্যতম আসামি। শেখ হাসিনার পতনের পর লাপাত্তা হন তিনি। থানা ছাত্রলীগের সদস্য ও সদর উপজেলা আটিয়াতলী পুলিশ লাইনের পিছনে এলাকার সেলিম ভূইয়ার ছেলে তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাকিব হোসেনের নেতৃত্বে জকসিন বাজার, জুগিরহাট ও ঝুমুর সিনেমা হল এলাকাসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতন করা হয়েছিল। সবশেষ চার আগস্ট লক্ষ্মীপুর মাদাম ব্রিজ ও তমিজ মার্কেট এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও এলোপাতাড়ি গুলি করা হয়। সেখানে চার শিক্ষার্থী নিহত হন। এই ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন সাকিব হোসেন। এছাড়া জকসিন এলাকার একাধিক সাধারণ জনতা সাংবাদিকদের জানান, বিগত ৫ আগস্টের পূর্বে সাকিব হোসেন ওরফে রেনডম সাকিব ছাত্রলীগের পরিচয়ে লক্ষ্মীপুরের জকসিন এলাকার আশেপাশের পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে চলাফেরা করে নিরিহ সাধারণ মানুষ ধরে ধরে জুলুম, নির্যাতন ও চাঁদাবাজি করতো। সাকিবের জ্বালায় ওই এলাকার সাধারণ মানুষ গত ৭/৮ বছর অতিষ্ঠ ছিলো। কুখ্যাত এই সন্ত্রাসীর উপযুক্ত শাস্তি দাবী করেন জকসিন এলাকার সাধারণ মানুষ।

এদিকে ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সাকিব হোসেন। এরপর থেকে আত্মগোপনে চলে যায় তিনি। শুক্রবার দুপুরে রামগঞ্জ বাসটার্মিনাল এলাকায় ঘুরাঘুরি করার সময় স্থানীয় জনতা তাঁকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার বলেন, সাকিব হোসেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা। পাশাপাশি লক্ষ্মীপুর সদরে বৈষম্যবিরোধী চার শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

Leave a Reply