
মিজানুর শামীম: লক্ষ্মীপুরে পানি বন্দী বন্যা দুর্গতদের সহযোগিতার জন্য চাউল, ডাল, তেল, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আমির হোসেন। ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্হ রওশন ব্যাপারী বাড়ীতে নিজের অর্থায়নে স্হানীয় বিএনপির নেতাকর্মীদের সমন্বয়ে দুর্গত

মানুষের মাঝে ত্রাণ দিলেন আলহাজ্ব আমির হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লক্ষ্মীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, এই বন্যা হওয়ার আগে থেকেই আমি এলাকায় অবস্থান করছি। আমি দেখেছি বিনা নোটিশে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের বাঁধ ছেড়ে দেয়ায় ঢলের পানি আমাদের ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর এসে প্লাবিত হয়ে মানুষের সীমাহীন দুর্ভোগ দুর্গতি তৈরী হয়। এই বন্যার পানিতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, পুকুরের মাছ ভেসে গিয়ে মৎস চাষীরা নিঃস্ব হয়েছেন। জমির ফসল বিলিন হয়ে গেছে। কৃষকরা শীত মৌসুমে এসব ফসল বিক্রয় করে সংসার পরিচালনা করতো। ভারতের বন্যার পানির কারনে এই অঞ্চলের মানুষ এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছে। এসময় আমাদের দলের সকল নেতাকর্মী ও বিত্তবানদের এই অসহায় বানভাসি মানুষদের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার জন্য তিনি অনুরোধ করেন।
জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর সঞ্চলনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সহসভাপতি ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মির্জা শামছুউদ্দিন, দালান বাজার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম স্বপন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, থানা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ মিজান, থানা শ্রমিক দলের সাবেক আহবায়ক আজিজুর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম টুটুল, উত্তর হামছাদি ইউনিয়ন যুবদল নেতা আনোয়ার হোসেন মন্টু, ইউনিয়ন যুবদল নেতা নেওয়াজ মোরশেদ। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।