
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ ন্যাশনাললিস্ট পার্টি (বিএনপি) এর সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সন্তান কামরুল হাসান চৌধুরী। লাখো নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত কামরুল হাসান চৌধুরী কমলনগর উপজেলার পাটোয়ারী হাট ইউনিয়নের মৃত জালাল আহমেদ ও মিসেস ছিদ্দিকা জালাল দম্পত্তির সন্তান। তাঁরা চার ভাই তিন বোন, তিনি ভাইদের মধ্যে সবার ছোট।
কামরুল হাসান চৌধুরী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে ছাত্রদল থেকে শুরু করে দলের ক্রান্তিলগ্নে অগ্রনী ভূমিকা পালন করে চলেছেন। জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তিনি রাস্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা ভরে স্বরণ করেন এবং বি এন পি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র সহ সভাপতি ও দলের ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে কমলনগরের কৃতি সন্তান কামরুল হাসান চৌধুরী জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলের নেতাকর্মীসহ তাঁর শুভাকাঙ্খীরা।