লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীন উপহারের ঘর পেলেন ৭০ জন ভূমিহীন

 

মিজানুর শামীম: লক্ষ্মীপুরে ৭০ জন ভূমিহীনকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। ১১ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসক সুরাইয়া জাহান চন্দ্রগঞ্জ ইউনিয়ন এলাকায় ৪০ জন ও চররমনীমোহন ইউনিয়ন এলাকায় ৩০ জন ভূমিহীনকে জমিসহ এসব গৃহ হস্তান্তর করেন। এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ আমাদের ওপর আস্থা রাখায়, তাদের সেবা করা আমাদের দায়িত্ব। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আছে সরকার। যাদের ঘরবাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেকের ঘর নির্মাণ ও সংস্কার করে দেওয়া হবে। এদিন লক্ষ্মীপুর সদর উপজেলায় ৭০টিসহ সারাদেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরইমধ্যে আমরা তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলো ঘর পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কতগুলো আংশিক বিধ্বস্ত হয়েছে। যাদের ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের উপকরণ দিয়ে সহায়তা করব। প্রাকৃতিক দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন তা দিয়ে যাচ্ছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকে যেন ঘর নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থা আমি করে দেব। এরইমধ্যে সেভাবে আমার প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক এলাকা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। সে অনুযায়ী আমরা সহায়তা পাঠাব। তিনি বলেন, জাতির পিতাকে হত্যা করার পর অবৈধভাবে ক্ষমতার দখলকারীরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে ব্যস্ত ছিল। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করে। তখন থেকেই ভূমিহীন মানুষদের জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। তখন বাংলাদেশের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তারপরও ভূমিহীন মানুষদের মধ্যে ঘর তৈরি করার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার হাসান স্বপন, জেলা গোয়েন্দা সংস্থার উপ পরিচালক বশির আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব পদ্মাসন সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেপি দেওয়ান, অতিরিক্স জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত উপ পরিচালক স্হানীয় সরকার বিভাগ সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুর রহমান সহ জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা- কর্মচারীবৃন্দ।

Leave a Reply