লক্ষ্মীপুরে মে মাসে শ্রেষ্ঠ ওসি সদর থানার সাইফুদ্দিন আনোয়ার

মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরে মে মাসে থানার অফিসার ইনচার্জদের মধ্যে শ্রেষ্ঠ কর্মকর্তার পুরস্কার পেয়েছেন সদর থানার ওসি মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার। মাদক, অস্ত্র উদ্ধার ,ওয়ারেন্ট তামিলসহ আইন -শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য তাকে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত করা হয়েছে। ৮ জুন শনিবার সকালে জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হওয়ায় সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ারকে ক্রেষ্ট ও সনদ তুলে দেয়া হয়।
অনুুুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সোহেল রানা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) সাইফুল আলম চৌধুরী, মেডিকেল অফিসার, মোঃ বাকী বিল্লাহ, ডিআইও-১, আরআই (পুলিশ লাইন্স), টিআই (প্রশাসন), সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জগণ সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
মে মাসে লক্ষ্মীপুরে শ্রেষ্ঠ ওসি হওয়ার অনুভূতি জানতে চাইলে সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার শনিবার বিকেলে এ প্রতিবেদককে জানান, সর্বপ্রথমে আমি মহান আল্লাহ তালার নিকট শুকরিয়া জানাই, জেলার মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ স্যারের দিক নির্দেশনায় জনগণের জানমালের নিরাপত্তা দেয়ার জন্য সবসময় নিজেকে নিয়োজিত রেখেছি। এ শ্রেষ্ঠত্বের জন্য থানার সকল পুলিশ সদস্যদের অবদান রয়েছে। যোগদানের পর থেকে কোন অন্যায়ের সাথে আপোষ করিনি। আমি সদর থানার আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য সবরকম প্রচেষ্টা করে যাচ্ছি এবং সত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছি। কর্মের প্রতি আন্তরিকতা থাকলে সবই করা সম্ভব। আমরা সকলে যেন আইন মেনে চলে দেশ গঠনে ভূমিকা রাখি এটাই আমাদের প্রত্যেকের চাওয়া হওয়া উচিত।

 

Leave a Reply