লক্ষ্মীপুরে জেলেদের মাঝে গরুর বাছুরসহ মৎস্য উপকরণ বিতরণ

 

মিজানুর শামীম: লক্ষ্মীপুরে ২৩-২৪ অর্থ বছরে জাটকা সংরক্ষণ ও বঙ্গোপসাগরে ৬৫ দিন মৎস আহরণ নিষিদ্ধকরণ বিষয়ে কার্যক্রম বাস্তবায়নের উপর সচেতনতা ও জেলেদের মাঝে গরুর বকনা বাছুর বিতরণ করা হয়েছে। ৮ জুন শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন। ১২৮ জন জেলের গরুর বকনা বাছুর বিতরণ ও ১২ জন সুফল ভোগীদের মৎস্য চাষির মাঝে মৎস্য উপকরণ বিতরণের সময় এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, শেখ হাসিনা সরকার জেলেদের নানাভাবে সহযোগিতা করে চলেছেন। যা অতীতে অন্য কোনো সরকার জেলেদের জন্য এভাবে সহযোগিতা করে নাই। সংসদ সদস্য এডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন আরও বলেন, শেখ হাসিনা আমাদের অভিভাবক, মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত সবসময় আমাদের দেশের মানুষের জন্য ভালো কাজ করে যাচ্ছেন, তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান এ.কে.এম. সালাউদ্দিন টিপু, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (জেলা মৎস্য কর্মকর্তা পদে পদন্নোতিপ্রাপ্ত) মো. সরওয়ার জামান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক সঞ্জয় দেবনাথ, চররমনী মোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউসুফ ছৈয়াল, ইলিশ প্রকল্পের সহকারী মৎস্য কর্মকর্তা আল আমিন, ইলিশ প্রকল্পের চিকিৎসকসহ বিপুল সংখ্যক জেলে ও মৎস্য উদ্যােগক্তাগন।

Leave a Reply