লক্ষ্মীপুর প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা জমে উঠেছে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার পাশাপাশি চলছে নানা হিসাব-নিকাশ। দলীয় প্রতীক না থাকায় উপজেলার গুরুত্বপূর্ণ নেতারা প্রার্থী হতে তৎপর হয়ে উঠেছেন। বিভিন্ন স্থানে সাঁটিয়েছেন পোস্টার-ফেস্টুন ও ব্যানার। করছেন গণসংযোগও। তাদের একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী। সম্প্রতি প্রতিবেদকের সঙ্গে কথা হয় ওই প্রার্থীর। তিনি বলেন, বিগত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে এখানকার মানুষ আমাকে মূল্যায়িত করবে। আমাকে জয়ী করবে। আমিও সততার সঙ্গে সকল সুযোগ-সুবিধা সুষ্ঠ বন্টন করব। কোন নির্দিষ্ট এলাকা বা ইউনিয়নকে নয় উন্নয়ন হবে সমতার ভিত্তিতে। সকলকে নিয়ে শেখ হাসিনার রূপকল্প অনুযায়ী স্মার্ট সদর উপজেলা গঠন করা হবে।
হ্যা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকবেন। বর্তমান চেয়ারম্যানও প্রার্থী হবেন। তবে, আমি কারো বিরুদ্ধে খারাপ মন্তব্য করবো না। আমি আমার অবস্থান থেকে নিজেকে যোগ্য প্রার্থী বলে মনে করছি। কারন, আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। সদর উপজেলা আওয়ামী লীগকে সকল পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে পরিচালনা করছি। তাইতো বিগত জাতীয় ও স্থানীয় নির্বাচনে শেখ হাসিনার প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে পেরেছি। তাছাড়া দলমতের উর্ধ্বে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমার বিশ্বাস তারা আমাকে মূল্যায়ন করবে।
হুমায়ুন কবির পাটোয়ারী বলেন, ছোটবেলা থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। এরপর নেতৃত্ব দিয়েছিলাম যুবলীগে। এখন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছি। তাই এখানকার এক প্রান্ত থেকে অন্যপ্রান্ত সবকিছুই আমার নখ দর্পণে। দলীয় কর্মী ও সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। তাদের ইচ্ছা ও আকাঙ্খায় আমি প্রার্থী হয়েছি। ইতোমধ্যে দলীয় ফোরামের বাইরেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রার্থী হিসাবে পরিচয় তুলে ধরেছি।