রায়পুরে পূর্ব শত্রুতার জেরে গাছ কর্তন ও হামলা

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে পূর্ব শত্রুতার জের ধরে বাগানের গাছ কেটে উজাড় করেছে বখাটে মোঃ পিয়াস (২৭) ও তার লোকজন। এছাড়া বসতঘরে ভাংচুর সহ হামলার অভিযোগ তার বিরুদ্ধে। গত ৬মার্চ রায়পুর উপজেলার ৬নং কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের মিয়াজান পাটোয়ারী নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। পিয়াস ঐ এলাকার মৃত ইদ্রীস পাটোয়ারীর নাতী। নানার বাড়িতে থেকে সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগি ও স্থানীয় সূত্রে জানা যায়, পিয়াস পাশ্ববর্তী এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। পিয়াসের মা রুমা আক্তারের সাথে তার বাবার ছাড়াছাড়ি হলে তারা নানার বাড়িতে থাকছে। সে সুবাধে নানার বাড়িতে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগ তার বিরুদ্ধে। গত বছরে ঐ এলাকার  মিয়াজান পাটোয়ারী নতুন বাড়ির মোঃ রুহুল আমিনের ছেলে আমির হোসেনের নির্মানাধীন ঘরের রড চুরি করে পিয়াস। পরে ঘটনার জানাজানি হলে রড ফেরত দেয় সে। পরবর্তীতে এপ্রিল মাসের ১৯তারিখে আবারও রড চুরি করতে গেলে আমির হোসেনে ছোট ভাই আলমগীরের হাতে ধরা খায় পিয়াস। ধরা খেয়ে পিয়াস ক্ষিপ্ত হয়ে উঠে এবং আলমগীরের উপর হামলা চালায়। এতে আলমগীর আহত হয়। পরবর্তীতে আলমগীর পিয়াসের নামে থানায় অভিযোগ দায়ের করে। এদিকে ঘটনা অন্যদিকে নেওয়ার জন্য পিয়াসের পরিবার আলমগীরের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে। পরবর্তীতে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলা খারিজ হয়ে যায়। গত অক্টোবর মাসের ১৪তারিখে পিয়াস বহিরাগত লোকজন এনে আমির হোসেনের বাগানের অর্ধশতাধিক সুপারি গাছ সহ বিভিন্ন ধরনের গাছ কেটে ফেলে। এছাড়া বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় আদালতে আমির হোসেন বাদি হয়ে মামলা দায়ের করে। ঐ মামলায় পিয়াস জামিনে এসে মামলা তুলে নিতে বিভিন্ন ভাবে হুমকি ধমকি প্রদান করতে থাকে। এছাড়া আমির হোসেনের ছোট বোনের ছেলে স্বাধীনকে মারধর করে। অন্যদিকে আমিরের বড় ভাই প্রবাসী মনির হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউসের ছবি এডিটিং করে ব্যাকমেইল করার চেষ্টা করে পিয়াস। এসময় তাকে নিয়ে নানান কু-রুচিপূর্ন কথা রটায় সে এবং টাকা দাবি করে। এ ঘটনায় অক্টোবর মাসে ২৬তারিখে জান্নাতুল ফেরদাউস সাইবার ট্রাইব্যুনালে পিয়াসের বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে পিয়াস আরো ক্ষিপ্ত হয়ে উঠে। পরবর্তীতে গত মার্চ মাসের ৬তারিখে আমির হোসেনদের কাছ থেকে জমি পাবে বলে তাদের বাগারের নারিকেল, সুপারি গাছ সহ শতাধিক গাছ কেটে ফেলে। এতে বাধা দিতে আসলে আমির হোসেনের ছোট ভাই আলমগীর ও তার স্ত্রী জান্নাত আক্তারকে মারধর করে তারা। পরবর্তীতে আমির হোসেন আসলে তার উপরও হামলা চালানো হয়। এ ঘটনায় ৮জনের নাম উল্লেখ করে মামলার দায়ের করেছে আমির হোসেন।
আমির হোসেন বলেন, পিয়াস একটি বখাটে ছেলে। তার একটি অপরাধ ডাকতে বারবার আমাদের উপর হামলা চালায়। সর্বশেষ গত ৬মার্চ আমার ছোট ভাই সহ আমাদের উপর হামলা চালিয়েছে। এছাড়া গাছ কাটার মেশিন এনে আমাদের অনেকগুলো গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় আমরা মামলা দায়ের করেছি। আমরা প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করি।
রায়পুর থানার অফিসার ইনচার্জ ইয়াছিন ফারুক মজুমদার বলেন, একটি মামলা হয়েছে। একজনকে আমরা আটক করেছি। বাকিদেরও গ্রেফতার চেষ্টা চলছে।

Leave a Reply