
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ব্যাবসায়ীরা। নিঃস্ব দোকানীরা এখন দিশেহারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্র হইতে পারে এমনটাই দাবি করছেন দোকানঘর মালিক মো. শাহজালাল ভূঁইয়া।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
এর-আগে, বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার লাহারকান্দি ইউনিয়নের (৯নং ওয়ার্ড) তুলা তলি (খাজুর গাছ) তলা নামস্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানঘর গুলো হচ্ছে- নব তরুণ পাঠাগার, মামুন কনফেকশনারী , ছোটনের মুদি দোকান,জহিরের চা-দোকান,৩ টি গোডাউন ও নব তরুণ পাঠাগারসহ মোট ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুল আলম বলেন- প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। এতে ৭টি দোকানঘর পুড়ে ছাই। দোকানীদের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতি বিষয় জানা যাবে।