
পারভেজ হোসেন “লক্ষ্মীপুর”: লক্ষ্মীপুরে সামাজিক সংগঠন “হামছাদি পাটোয়ারী হাট সোসাইটির” ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২০ নভেম্বর) সন্ধ্যায় উত্তর হামছাদী ইউনিয়নের পাটোয়ারীরহাটে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।
সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মু.সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ বক্তা মাওলানা আরিফ হোসেন মিয়াজী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী মনজুরুল করিম বি.এ.সি।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হামছাদী আলিম মাদ্রাসার শিক্ষক মাওলানা সুলতান আহমদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য শাহাবুদ্দিন সাবু।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা দেলোয়ার হোসেন জুয়েল,
সাধারণ সম্পাদক, ফয়সাল হোসেন মিঠু, সিনিয়র সহ-সভাপতি সুমন হোসেন, অর্থ সম্পাদক মাওলানা মনির হোসেন, প্রচার সম্পাদক জুয়েল হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশী ও সকল সদস্য বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংগঠনের বিগত দিনের কার্যক্রম তুলে ধরে বলেন, “হামছাদি পাটোয়ারীর হাট সোসাইটি”সংগঠনটি মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। সমাজের অসহায় দুস্ত মানুষের জন্য এই সংগঠন ভবিষ্যতেও
নিরলসভাবে কাজ করে যাবে বলেও জানান। সভাপতি ইসমাইল হোসেন তার বক্তব্যে সংগঠনের বিগত ২০২৩ সালের বিভিন্ন সামাজিক কাজের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন প্রতিষ্ঠালগ্ন থেকে সেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক, শীতবস্ত্র বিতরণ, ঈদ সমগ্রী বিতরণ, দেশের দূর্যোগ পূর্ন সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মাদক বিরোধী নানা ধরনের কর্মকান্ড এবং বিভিন্ন সেবা ও প্রচারণামূলক কাজ করে আসছে সংগঠনটি।
এই সময় তিনি এলাকাবাসী ও প্রবাসী ভাইদের সহযোগিতা কামনা করেন।