নওগাঁয় শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় হতদরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিদাস উন্নয়ন সংস্থা (আরুস) এর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে রানি’র প্রধান নির্বাহী ফজলুল হক খানের উপস্তিতিতে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।

জানা যায়, নওগাঁ সদর উপজেলার পার-নওগাঁ হাজী পাড়ায় আন্তর্জাতিক দাতা সংস্থা ” SOLINFO ” এর অর্থায়ানে বে-সরকারী সংস্থা ” RANI “এ আয়োজন করে। এসময় মোট ৫০টি পরিবারের মাঝে ( NEW CLOTH DISTRIBUTION PROGRAM ) প্রকল্পের আওতায় শীতের উষ্ণ কাপড় বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ক্লান্তির শেষে মহিলা সংস্থার সভানেত্রী রোজী আক্তার, ধ্রুবতারা মহিলা সংস্থার সভানেত্রী মর্জিনা বেগম, আরুস এর নির্বাহী পরিচালক পাপ্পু কুমার, খাজুরিয়া পাড়া ফ্রেন্ডস ক্লাবের সদস্য ইমন প্রমুখ।

Leave a Reply