
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদরে কাভার্ড-ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী মো. কাউসার (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অপর ৩ যাত্রী। আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।
সোমবার (১৩ নভেম্বর) রাত ১০ টার দিকে সদর উপজেলার হাজিরপাড়া বাজারে লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় কাউসার নামে একজন মারা গেছেন। আহত ৩ জনকে নোয়াখালী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।