লক্ষ্মীপুরের মাটিতে টিপুর আমন্ত্রণে ফুটবল খেলবেন ব্যারিস্টার সুমন 

আব্দুল মালেক নিরব : লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি একেএম সালাহ্ উদ্দিন টিপুর আমন্ত্রনে লক্ষ্মীপুরের মাটিতে প্রথমবারের মতো ফুটবল খেলবেন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ।

বিষয়টি শুক্রবার (১০ নভেম্বর) বিকেলে বিষয়টি  নিশ্চিত করছেন, ফুটবল ম্যাচের আয়োজক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু।

ব্যারিস্টার সুমন তার ফেসবুক পেইজ থেকে লক্ষ্মীপুর আসার একটি ভিডিও বার্তা দেন। মুহুর্তে ওই ভিডিও বার্তা ফেইসবুক ভাইরাল হয়। শনিবার (১১ নভেম্বর) লক্ষ্মীপুর জেলা ফুটবল একাদশের সঙ্গে ম্যাচ খেলতে দেখা যাবে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। এরমধ্যেই সদর উপজেলার দালাল বাজার এন কে উচ্চ বিদ্যালয় মাঠে ম্যাচটি উপলক্ষ্যে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করা করছে আয়োজক কমিটি।

ম্যাচটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি থাকবেন লক্ষ্মীপুর জেলা পরিষদের চেয়ারম বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। এছাড়া প্রায় ২৪ জন আমন্ত্রিত অতিথি থাকবেন বলে জানা গেছে।

এদিকে লক্ষ্মীপুর আসার বার্তা জানিয়েচে ব্যারিস্টার সুমনের তাঁর ফেসবুক পেইজে বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে একটি পোস্ট করা হয়। এরমধ্যেই ভিডিওটি প্রায় ১ লাখ ৪ হাজার জন দেখেছেন, এতে ৬৪৪টি কমেন্টস ও প্রায় ৯ হাজার ৪শ জন বিভিন্ন রিএ্যাক্ট দিয়েছেন।

ভিডিও বার্তায় ব্যারিস্টার সুমন বলেন, হ্যালো লক্ষ্মীপুর। জীবনে প্রথম লক্ষ্মীপুর যাচ্ছি ফুটবল খেলতে। এটি লক্ষ্মীপুর সদরের দালালবাজার হাইস্কুল মাঠে। শনিবার অনেক সুন্দর খেলা হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপুর দাওয়াতে যাচ্ছি। আমি খুবই উদ্দীপিত (এক্সাইটেড)। কারণ জীবনের প্রথম যাওয়া। জানিনা আপনাদের সঙ্গে জিতবো কি না? তবে চেষ্টা করবো আপনাদের মন জেতার জন্য। ফুটবল এবং উন্নয়নে আপনাদের সাথে নিয়ে দেশের ফুটবলের উন্নয়নে কাজ করতে চাই। এ আহবানে আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। আপনারা আসবেন, অনেক আনন্দ হবে। কারণ অনেক কষ্টের খবর প্রতিদিন শুনি। চলেন অন্তত একটা দিন লক্ষ্মীপুরের ইতিহাসে বড় জমায়েত হোক। আনন্দের মধ্য দিয়ে যেন আমরা শেষ করতে পারি। সবার দোয়া, শুভ কামনা ও সহযোগীতা চাচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ।

আয়োজক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু ঢাকা মেইলকে বলেন, ম্যাচটি অবশ্যই আনন্দদায়ক হবে। সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি বড় জমায়েত হবে। ব্যারিস্টার সুমনের ম্যাচ দেখতে পুরো জেলা থেকেই লোকজন আসবেন। ফুটবলের উন্নয়নে এখানকার খেলোয়ারদের জন্য ম্যাচটি অনুপ্রেরণা সৃষ্টি করবে।

Leave a Reply