লক্ষ্মীপুর প্রতিনিধি – বাংলাদেশের বৃহত্তম পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবসে লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
বিপুল সংখ্যক সদস্য প্রকৌশলীর উপস্থিতিতে জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনীতে গিয়ে শেষ হয়।
এরআগে বেলুন উড়িয়ে দিবসটির শুভ সূচনা ও র্যালির উদ্ভোধন করেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি।
র্যালিতে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাজিয়ে পারভীন, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি।
এছাড়াও উপস্থিত ছিলেন, আইডিইবি লক্ষ্মীপুর জেলা সভাপতি বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক শামছুল আলম, সহ-সভাপতি মলয় কর্মকার, দপ্তর সম্পাদক সোহাগ পাটওয়ারী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শামিম, সদর উপজেলা সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক আবদুল খালেক, রামগতি থানার সভাপতি ইমরান হোসেন রাশেদসহ আরও অনেকে।
এসময় অতিথিবৃন্দ দেশের যেকোন দুর্যোগে মানুষের পাশে থেকে মাঠ পর্যায়ে সেবা করা, প্রযুক্তি পরামর্শ কেন্দ্রের মাধ্যমে সারাদেশে বিনামূল্যে সাধারণ জনগণকে সেবা প্রদানের চমৎকার দৃষ্টান্তের কথা উল্লেখ করে এ সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সদস্য প্রকৌশলীদের শুভেচ্ছা জানান।