লক্ষ্মীপুরে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর ২০০০ তম দিন উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’ এর ২০০০ তম দিন উদযাপন করা হয়। গত ১৫ জুলাই শনিবার সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিস ভবনে বিপুল সংখ্যক তরুণ তরুনী উদ্যোক্তাদের উপস্থিতিতে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে দেশের ৬৪ জেলা ও বিশ্বের প্রায় ৫৫ দেশের অনলাইন মাধ্যমে ২০০০ তম দিন ধরে টানা বিরতিহীন প্রায় ৬,৬৫০০০ হাজার তরুণ তরুনীকে সম্পুর্ন বিনা মূল্যে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষন দেয়া হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইকবাল বাহার জাহিদ সম্পুর্ন বিনা মূল্যে উদ্যোক্তা তৈরির এসব প্রশিক্ষন দেয়ার ব্যবস্হা করেন। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এ কার্যক্রমের কারনে ফাউন্ডেশনটি গিনেস ওয়ার্ল্ড বুকে স্বীকৃতি পায়। টানা ২০০০ তম দিনের বিনামুল্য এ প্রশিক্ষনটি বিশ্ব রেকর্ড করে। এ দিনটিকে স্বরনীয় করে রাখতে ফাউন্ডেশনের ৬৪ জেলা ও বিশ্বের প্রায় ৫০ টি দেশের প্রবাসী বাংলাদেশিরা কেক কেটে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে দিনব্যাপী উদ্যোক্তা বিষয়ে আলোচনা হয়।


অনুষ্ঠানে মশিউর নেয়ামুল, হাসনা ইয়াসমিন, ফেরদৌসী জাহানের উপস্থাপনায় ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলার উদ্যোক্তাগন দিনটিকে উদযাপনের মাধ্যমে কেক কেটে স্বরণীয় করে রাখেন। অনুষ্ঠানে স্পন্সর এবং সেরা উদ্যােক্তাদের ক্রেস্ট প্রদান করা হয়। মানবিক কাজের অংশ হিসেবে শতাধিক গরীব এতিম বাচ্চাদের এক বেলার খাবার দেয়া হয়। এসময় প্রায় ১০০ উদ্যোক্তা সদস্যের উপস্থিতিতে জেলার প্রশাসন প্যানেল, ডিসি প্যানেল, সোস্যাল প্যানেল, মিডিয়া প্যানেল ও ব্যাবসায়ী প্যানেলের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানকে আলোকিত করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক আশফাকুর রহমান মামুন, সম্প্রসারণ ও বিসিক শিল্প নগরী কর্মকর্তা রাকিব উদ্দিন, পুলিশের সহকারী উপপরিদর্শক মোঃ কামরুল হাসান, বাংলাদেশ বর্ডার গার্ড সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে দিকনির্দেশনা ও নেতৃত্ব দেন ফাউন্ডেশনের কোর- মডারেটর সিএম হাসান, মডারেটর নাসির মির্জা ও মডারেটর মোঃ হানিফ এবং অনুষ্ঠানটি সাফল্য মন্ডিত করতে ভুমিকা রাখেন লক্ষ্মীপুর জেলা এম্বাসেডর হাসনা ইয়াসমিন, জেলা এম্বাসেডর এবি এম নাছির এবং উপজেলা এম্বাসেডর মোসলেহ উদ্দিন, মাঈন উদ্দিন, সাখাওয়াত হোসেন, ইব্রাহিম হোসেন, ফেরদৌসি জাহান, ইসরাত জাহান, রিয়াজুর রহমান।

অনুষ্ঠানে নাজীফা ফ্যাশান বিডির ফাউন্ডার মশিউর নেয়ামুল উদ্যােক্তা সন্মাননা এবং লক্ষ্মীপুর জেলার সেরা ভলান্টিয়ার সন্মাননা দুটি ক্রেস্ট অর্জন করেন।

Leave a Reply