
মিজানুর শামীমঃ লক্ষ্মীপুরের মকরধ্বজ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২ জুলাই রোববার সকাল দশটায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন এলাকার মকরধ্বজ আলিম মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাদ্রাসার অধ্যক্ষ হযরত হোসাইন আহম্মদ। মাদ্রাসার ছাত্র ইয়াসিন শিহাবের কোরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম মঞ্জুরের প্রস্তাবনায় ঐতিয্যবাহী মকরধ্বজ আলিম মাদ্রাসার শতবর্ষ পালন উদযাপন করার জন্য একটি কমিটি গঠন করা হয়। এতে মাদ্রাসার অধ্যক্ষকে আহবায়ক এবং অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও জামিলা মনছুর দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা নুর মোহাম্মদ রাসেলকে সদস্য সচিব করা হয়।
অত্র মাদ্রাসার সাবেক ছাত্র ও মাদ্রাসার অভিভাবক সদস্য মাওলানা শোয়াইব ছিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সালাহ্ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, আজকের এ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র- জুনিয়র প্রাক্তন ছাত্রদের এক মিলনমেলায় পরিণত হয়। জীবনের নানা ব্যস্ততাকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে অনেকেই মূলের টানে এই পূনর্মিলনীতে এসে শরীক হয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন। মাঝে মধ্যে এ ধরনের প্রোগ্রাম আয়োজনের মাধ্যমে সম্পর্কের সেতুবন্ধনকে মজবুত ও সম্প্রসারন করে। আমি ঐতিহ্যবাহী মকরধ্বজ ইসলামিয়া আলিম মাদ্রাসার শতবর্ষ পালন ও মাদ্রাসার নতুন ভবন তৈরির জন্য চেষ্টা করে যাচ্ছি।
মাদ্রাসা প্রাক্তন ছাত্র ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের ছাত্র কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আবুল কাশেম মঞ্জুর, দত্তপাড়া কলেজের উপাধ্যক্ষ নুরুল আলম বুলবুল, মাদ্রাসার সহকারী মৌলভী আলম হোসাইন, মাদ্রাসার অংকের শিক্ষক জিল্লুর রহিম, আইসিটি প্রভাষক নুরুল আলম, সহকারী শিক্ষক আবুল কালাম। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন মাদ্রাসার প্রাক্তন ছাত্র ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি সাহিত্যের শিক্ষার্থী তানভীর হাসান এবং মাওলানা ইউসুফ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা হাসান আহমেদ। মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আমানুল্লাপুর দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জাহিদ হোসাইন কাজী, লক্ষ্মীপুর জজ আদালতের আইনজীবী আরাফাত সুমন, আবিরখিল দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী জাকির হোসেন, মিরিকপুর আইডিয়াল স্কুলের প্রধান মাওলানা মনির হোসেন, জামিলা মনছুর দাখিল মাদ্রাসার নুর মোহাম্মদ রাসেল, শিক্ষক প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার বাংলার শিক্ষক উত্তম কুমার নাথ। বিদ্যা উৎসাহী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন হোসাইন আহম্মদ পাটোয়ারী